Home / চাকুরি পরীক্ষার প্রস্তুতি / সাধারণ জ্ঞান- কারেন্ট এ্যাফেয়ার্স- ফেব্রুয়ারি-২০১৯

সাধারণ জ্ঞান- কারেন্ট এ্যাফেয়ার্স- ফেব্রুয়ারি-২০১৯

কারেন্ট এ্যাফেয়ার্স- ফেব্রুয়ারি-২০১৯ সংখ্যা  থেকে বাছাই করা কিছু প্রশ্ন দেয়া হল। আশাকরি এগুলো মুখস্ত করলে কিছুটা হলেও উপকারে আসবে।

🔒 প্রশ্নঃ- “Statute of Freedom” কোথায় অবস্থিত?
🔐 উত্তরঃ- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

🔒 প্রশ্নঃ- “Statute of Unity” কোথায় অবস্থিত?
🔐 উত্তরঃ- “Statute of Unity” গুজরাট,ভারত

🔒 প্রশ্নঃ- “Statute of Peace” কোথায় অবস্থিত?
🔐 উত্তরঃ- সিউল, দক্ষিণ কোরিয়া এবং এটির নকশা করেন- “কিম সিও কিউং ও কিম ইউন-সাং”দম্পতি।

🔒 প্রশ্নঃ- ” Statute of Liberty” কোথায় অবস্থিত?
🔐 উত্তরঃ- নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র এবং এটির স্থপতি হচ্ছেন- ফেডরিক বার্থোলডি।

🔒 প্রশ্নঃ-“অপরাজেয়-৭১” ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
🔐 উত্তরঃ-ঠাকুরগাঁ জেলায় অবস্থিত এবং এটির স্থপতি হচ্ছেন স্বাধীন চৌধুরী

🔒 প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে বড় পার্কের নাম কী?
🔐 উত্তরঃ- রমনা পার্ক(৬৮.৫০ একর)

🔒 প্রশ্নঃ- বিশ্বের প্রথম তৈরি পোশাক শিল্পের কারখানা কোথায় স্থাপিত হয়?
🔐 উত্তরঃ- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এটি ১৮৩১ সালে স্থাপিত হয়।

🔒 প্রশ্নঃ- “মেলানেশিয়া” শব্দের অর্থ কী?
🔐 উত্তরঃ- “মেলানেশিয়া” শব্দের অর্থ হচ্ছে- কৃষ্ণদ্বীপ

🔒 প্রশ্নঃ- জাতীয় ভোটার দিবস কবে?
🔐 উত্তরঃ-  ১ মার্চ

🔒 প্রশ্নঃ- “Diarchy” এর অর্থ কী?
🔐 উত্তরঃ- দ্বৈত শাসন।

🔒 প্রশ্নঃ-“চা” উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
🔐 উত্তরঃ- ৯ম

🔒 প্রশ্নঃ-Index Investin’র জনক কে?
🔐 উত্তরঃ- জন সি বোগল এবং আকাশ পথে সাশ্রয়ী ভ্রমণের জনকও হচ্ছেন জন সি বোগল

🔒 প্রশ্নঃ- বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
🔐 উত্তরঃ-ভারত ১ম অবস্থানে আছে। ২য় বাংলাদেশ।

🔒 প্রশ্নঃ- বিশ্বে আম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
🔐 উত্তরঃ- ভারত ১ম অবস্থানে আছে। বাংলাদেশ ৭ম স্থানে।

🔒 প্রশ্নঃ- সীমান্তগান্ধী কার উপাধি?
🔐 উত্তরঃ- আবদুল গাফফার খানের।

About রেদওয়ানুল ইসলাম

আমি রেদওয়ানুল ইসলাম। বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। বর্তমানে একটি সফটওয়্যার কম্পানিতে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *